‘তোমায় ছাড়া আমি কতখানি অচল-অসম্পূর্ণ’…মাকে হারিয়ে আবেগপ্রবণ পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়

এগারো বছর আগে ছেলেকে ছেড়ে না ফেরার দেশে পারি দেন সুনেত্রা ঘটক। মায়ের জন্য আজও মন খারাপ হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। পরমব্রতের মা সুনেত্রা ঘটক ছিলেন পরিচালক ঋত্বিক ঘটকের ভাইঝি। অভিনেতার বাবা সতীনাথ চট্টোপাধ্যায়, নামী পত্রিকার চলচ্চিত্র বিভাগীয় সম্পাদক।

অনেক ছোট বয়সেই বাবাকে হারান পরম, তারপর থেকে পরমের জীবন জুড়ে শুধুই ছিলেন তার মা। মা চলে গেছেন ১১ টা বছর পেরিয়েছে। আজও মায়ের স্মৃতি আকড়েই বাঁচেন অভিনেতা।

সম্প্রতি মায়ের সঙ্গে ছবি শেয়ার করে পরম লেখেন, ‘দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ যেখানেই থাকো, ভাল থেকো মা।