প্রয়াত অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের স্মৃতিতে আবেগপ্রবণ অপরাজিতা আঢ্য

অপরাজিতা আঢ্য

২০১৫ সালের ২৫ শে অক্টোবর পথ দুর্ঘটনায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। সেইসময় তিনি ‘জল নূপুর’ ধারাবাহিকে অভিনয় করতেন। তার বিপরীতে ছিলেন আরেক প্রতিভাবান অভিনেত্রী অপরাজিতা আঢ্য । ‘জল নূপুর’ ধারাবাহিক চলাকালীনই পথ দুর্ঘটনায় পড়েন অভিনেতা।

সপ্তমীর বিকেলে সাঁতরাগাছি উড়ালপুলের ওপর চন্দ্রকোনা রুটের একটি বাস পীযূষ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন অভিনেতা কিন্তু শেষ রক্ষা হয়নি। অকালে চলে যান এই প্রতিভাবান অভিনেতা।

অপরাজিতা আঢ্য

স্টার জলসায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হওয়া ‘জল নূপুর’ ধারাবাহিকে অপরাজিতা আঢ্য “পরী” চরিত্রে অভিনয় করেছিলেন। আর তার শিক্ষক ছিলেন অমর্ত্যে (পীযূষ গঙ্গোপাধ্যায়)। পরবর্তীকালে ছাত্রী ও শিক্ষকের বিয়ে হয়। পরী আর অমর্ত্যের কেমিস্ট্রি ছাপ ফেলে যায় বাংলা দর্শকের মনে।

অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের অকালে চলে যাওয়া মেনে নিতে পারেনি গোটা ইন্ডাস্ট্রি থেকে দর্শক। আজও তার স্মৃতি চলচ্চিত্র জগতে সর্বত্র ছড়িয়ে। মাঝে কেটে গেছে বহু বছর তবে পর্দার পরী আজও ভুলতে পারেননি তার স্যারকে।

প্রয়াত অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি মনে পড়ছে অপরাজিতার। তাই ভীষণ মন খারাপ অভিনেত্রীর। নিজের ইনস্টায় ‘জল নূপুরের” একটি দৃশ্যে শেয়ার করে অভিনেতা স্মরণে লেখেন, “Sir তুমি যেখানেই থাকো আমার sir থাকবে সবসময়। তোমার মত অভিনেতা এই industry আর পাবে না তুমি নিজেই একটা অভিনয় প্রতিষ্ঠান”।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here