গত কিছুদিন আগে একটি গুজব ছড়িয়ে ছিল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ঘিরে। তার স্বামী নীলাঞ্জন নাকি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে আর এই খবরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গায়িকা। কারণ তার বাবা কাছে এই ভুয়ো খবর পৌঁছেছে। আর সোশ্যাল মিডিয়া সেই সম্পর্কে ক্ষোভ প্রকাশ জানান ইমন। কারণ ইমন আর নীলাঞ্জন সুখী দম্প্রতি।
তবে এবার ইমন আচমকাই সোশ্যাল মিডিয়ায় লিখলেন “বাড়িতে খুব অশান্তি লেগেছে।” আচমকা কি হল তার সাথে?
ইমন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, “বাড়িতে খুব অশান্তি লেগেছে . দুটো টিম -এ সবাই ভাগ হয়ে গেছে।” ভিডিওতে দেখা যাচ্ছে ভীষণ রেগে গেছে ইমনের বাবা। পাশে যে বয়োজ্যেষ্ঠ মানুষ বসে রয়েছেন তিনিও ভীষণ অসন্তুষ্ট।
ইমনের বাবা ইমনকে বলতে শোনা যায় গায়িকার বাবাকে বারবার বলতে শোনা যাচ্ছে, ‘কাকে জিজ্ঞেস করে করলি? এমন কেউ করে?’ এরপরেই আসল বিষয়টা বোঝা যায়।
আসলে ইমন ছোট করে চুল কাটায় তার বাবা ভীষণ রেগে গেছেন যদিও স্বামী নীলাঞ্জন ইমনের সাথে সহমত। ইমনের সাথে যারা বসে রয়েছেন তারা বলেন গায়িকাকে সুন্দর লাগছে। কিন্তু ইমনের বাবা মেয়ের ছোট চুল একেবারেই মেনে নিতে পারছেন না। আর এই নিয়ে দুটো দলে ঝামেলা হচ্ছে। তাই মজার সাথেই এই ভিডিও পোস্ট করেন গায়িকা।
View this post on Instagram