গানের পাশাপাশি অভিনয় জগতে পা রাখলেন ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

গানের সুরে বহুবার দর্শকের মন জিতেছেন গায়িকা ইমন চক্রবর্তী। তার কন্ঠে গাওয়া গান পৌঁছে গিয়েছিল অস্কারের মনোনয়ন তালিকাতেও। তবে গানের পাশাপাশি অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন গায়িকা। তবে কি বড়পর্দায় নাকি ছোটপর্দায় দেখা যাবে গায়িকার অভিনয়?

সূত্রের খবর, কোন পর্দাতেই নয়, আগামী ২২ ও ২৩ শে মার্চ কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রযোজনা ‘তোমাকে দেখব বলে’। সেখানেই অভিনয় করতে দেখা যাবে ইমনকে। শুধুই অভিনয় নয়, তার সাথেও গানও গাইতে শোনা যাবে গায়িকাকে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নজরুল মঞ্চে। জানা যাচ্ছে, অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে। এই প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন, ‘খুবই ইচ্ছা ছিল একটু অন্য ধরনের কাজ করি। তবে এই ভাবনাটা নীলাঞ্জনের মাথায় প্রথম আসে। আমরা বিদেশে দ্যা ফ্যান্টম অফ দ্যা অপেরা দেখেছিলাম। সেই থেকেই এই অপেরাধর্মী মিউজিক্যাল এর পরিকল্পনা মাথায় আসে।’

এই প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন শ্রী নীলাঞ্জন ঘোষ। ইমন-এর ব্যান্ড টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন এই অনুষ্ঠানের। ইমন সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীরাই অনুষ্ঠানের প্রধান কলাকুশলী।

মূলত অপেরাধর্মী মিউজিক্যালটির নেপথ্যে রয়েছে এক বন্ধুত্বের কাহিনি। যেখানে ইমন সহ চারজন বন্ধুর বন্ধুত্বের কাহানী জুড়ে সাজানো সম্পূর্ণ অপেরা। আসন্ন অনুষ্ঠানে গায়িকার অভিনয় দেখতে উদগ্রীব গোটা দর্শকমহল।