ইন্ডিয়ান আইডল থেকে বাদ, জীবনে নতুন ইনিংস শুরু করলেন মিশমি

মিশমি বসু

হাতছাড়া হয়েছে ইন্ডিয়ান আইডলের ট্রফি, বাদ পড়েছেন টপ ৮ থেকেই, ইন্ডিয়ান আইডল জেতার স্বপ্ন অধরা থাকলেও থেমে থাকেননি অসমের মেয়ে মিশমি বসু। রিয়েলিটি শো থেকে বাদ পড়ার পর নতুন অভিযানে পা রাখলেন মিশমি।

তবে কোন শো বা কনসার্ট নয়, নিজেই গানের শিক্ষিকা হয়ে গান শেখাবেন মিশমি। সম্প্রতি তার আসন্ন সঙ্গীতের ওয়ার্কশপের বিষয়ে সবটা জানান গায়িকা। আগামী ৩ এবং ৪ এপ্রিল রাত ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত সঙ্গীতের ওয়ার্কশপ করাবেন তিনি। তার এই নতুন উদ্যোগের নাম লার্ন উইথ মিশমি। সবটাই হবে অনলাইনে।

মিশমির শেয়ার করা পোস্ট থেকেই জানা যাচ্ছে, দুদিনের ওয়ার্কশপে প্রথমে শিক্ষার্থীদের বেসিক ভোকাল ট্রেনিং দেবেন, সঙ্গে থাকবে দুটো বলিউডের গান। যে গান গুলো নিখুঁত ভাবে গাইতে শেখাবেন শিক্ষিকা মিশমি।

এছাড়াও তার ক্লাসে থাকবে, রিয়েলিটি শোতে অংশ নিতে গেলে কী কী জিনিস মাথায় রাখা জরুরি সেই বিষয়ে সমস্ত রকম টিপস। মিশমির এই ওয়ার্কশপের অংশ হতে চাইলে কীভাবে যোগাযোগ করতে হবে তা গায়িকা নিজের পোস্টে বিস্তারিত জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Myscmme Bosu (@myscmmebosu)