অভিনেত্রীদের নিয়ে ট্রোলিং কিংবা অশালীন মন্তব্য কোন নতুন বিষয় নয়। তবে অনেকে উপেক্ষা করলেও নিজের সহ-অভিনেত্রীর অপমান নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিনেত্রী এলফিনা মুখার্জি। ঠিক কি ঘটেছে অভিনেত্রীর সাথে?
সম্প্রতি ফেসবুকে ভিডিও পোস্ট করে নেটিজেনের কু-মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলফিনা। ধনতেরাস উপলক্ষে একটি সোনার দোকানে একসঙ্গে গয়না কিনতে যান এলফিনা ও তার সহ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সোনার দোকানে দুজনেরই শাড়ি পরা ছবি সমাজ মাধ্যমে পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষ ধেয়ে আসে।
এলফিনা জানান, একজন নেটিজেন নাকি তার ও মানসীর ছবিতে কমেন্ট করে লেখেন, “দুজনকেই তো অসহ্য লাগে। বিশেষ করে ওই কালো শাড়ি পরা মেয়েটাকে তো পুরো ‘হিজড়া’ লাগছে।”
বন্ধু মানসীর এমন অপমানে মোটেই চুপ থাকেননি এলফিনা। সমাজমাধ্যমে সেই কটাক্ষকারী প্রোফাইল সবার সামনে তুলে ধরেন। এলফিনা বলেন, এই শব্দটা অপমানের জন্য ব্যবহার করার নয়। তাঁরা বরং সমাজের সেই বিশেষ শ্রেণী, যাঁদের অতীত লুকিয়ে আছে মহাভারতের ইতিহাসেও।
এলফিনার কথায়, “এক সময় অজ্ঞাতবাসে অর্জুনকেও ‘বৃহন্নলা’ সাজতে হয়েছিল, পিতামহ ভীষ্ম পর্যন্ত মুক্তি পেয়েছিল এক তৃতীয় লিঙ্গের মানুষের জন্যই! এইসব অবশ্য আপনাদের মাথায় ঢুকবে না। তবে ভবিষ্যতে কাউকে আঘাত করার আগে, কোন শব্দ প্রয়োগ করছেন একবার ভেবে নেবেন!

