বাংলা টেলিভিশনের নবাগতা অভিনেত্রী সোমু সরকার। যদিও আপনারা তাকে নোলক হিসাবেই চেনেন। ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন খুব বেশিদিন হয়নি। তার মধ্যেই দর্শকের অগাধ ভালোবাসা এবং প্রশংসা পাচ্ছেন ‘গোধূলি আলাপ’-এর নায়িকা।
দক্ষিণ দিনাজপুরের মেয়ে সোমু। বাবা বিএসএফ-এর জওয়ান। চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিল কলকাতায়। বর্তমানে কর্মসূত্রে কলকাতার বাসিন্দা। বয়স খুব বেশি নয়, সম্ভবত ২০-২১ হবে। এত কম বয়সে তার অভিনয় দেখে মুগ্ধ হছে বাঙালি দর্শক।
আকাশ ৮ চ্যানেলে ‘ইকিরমিকির’ ধারাবাহিকে দ্বিতীয় প্রধান চরিত্রে তার প্রথম হাতেখড়ি। তারপরই ডাক আসে স্টার জলসার মতো চ্যানেলে। তাও আবার রাজ চক্রবর্তীর প্রোডাকশন। দ্বিতীয় প্রধান চরিত্র থেকে একলাফে মুখ্য চরিত্র তাও আবার কৌশিক সেনের মতো অভিনেতার বিপরীতে, মুখের কথা নয়।
‘গোধূলি আলাপ’ শুরু হওয়ার আগে কেউ কল্পনা করতে পারেনি কৌশিক সেনের মত তাবড় অভিনেতার সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে পারবে এই মেয়েটি। বলাই বাহুল্য, ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে কিশোরী মেয়েটির সাবলীল অভিনয় রীতিমতো তাক লাগাচ্ছে দর্শকদের। কৌশিক সেনের বিপরীতে তার প্রাণখোলা অভিনয় দেখে দর্শকমহলের দাবি “অনেক দূর যাবে সোমু সরকার”।
সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলেও নোলক অর্থাৎ সোমু ইচ্ছে ছিল অভিনয় করার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর হওয়ার পর ইন্ডাস্ট্রিতে পা।
জানলে অবাক হবে এই অভিনেত্রী একজন অসাধারণ ভিডিয়ো এডিটর। একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এডিট করেছে সে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন,”যদি অভিনয়ের দিকে আমার ভাগ্য না খুলত, তা হলে হয়তো ভিডিয়ো এডিটর হতাম”। তবে এখন তার একটাই ইচ্ছে ভালো করে অভিনয়টা রপ্ত করা।