প্রতিযোগিতায় নিজস্ব স্টাইলে মোমবাতি জ্বালিয়ে ঊর্মি ভাঙল রিনির রেকর্ড

এই পথ যদি না শেষ হয়

জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঊর্মি-সাত্যকির বাবুর লাভ স্টোরি সিরিয়ালপ্রেমী দর্শকদের মন জিতে নিয়েছে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই ধারাবাহিক অল্প দিনের মধ্যে ভালো জনপ্রিয়তা অর্জন করেছে টিভির পর্দায়।

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী। তাদের জুটি দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের ফ্যান ফলোয়িংও  দিনে দিনে বেড়েই চলেছে। বিশেষ করে ঊর্মি অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় দর্শক মহলে প্রচুর প্রশংসা পাচ্ছে।

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে ‘এই পথ যদি না শেষ হয়’ এগিয়ে চলেছে। বড়লোক বাড়ির মেয়ে ঊর্মির মধ্যবিত্ত ঘরে বউ হয়ে আসা, পরিবারের সকলের চোখের মণি হয়ে ওঠা, বাপের বাড়ি লোক শ্বশুর বাড়ির লোকজনকে অপমান করলে ঊর্মি কড়া জবাব, যেকোনো পরিস্থিতিতে স্বামীকে সাপোর্ট করা- বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে।

এই ধারাবাহিকে এই মুহূর্তে চলছে উৎসবে আমেজ। ধারাবাহিকের প্লট অনুযায়ী উর্মির শ্বশুর বাড়ির পাড়ার চলছে বার্ষিক প্রতিযোগিতা। প্রত্যেকবার পাড়ায় বার্ষিক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে রিনি। কিন্তু এবছর নিজস্ব স্টাইলে মোমবাতি প্রতিযোগিতায়  একটা দেশলাই কাঠি দিয়ে মোমবাতি ধরিয়ে তার সাহায্যে ২৫ মোমবাতি জ্বালিয়ে রিনির রেকর্ড ভেঙ্গে দিল ঊর্মি। প্রতিযোগিতায় জিতল সরকার বাড়ির বৌ।

সূত্রঃ bongtrend . com/ei-poth-jodi-na-sesh-hoi-urmi-rini-compettion/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here