জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং বড়োলোক পরিবারের মেয়ের গল্প নিয়েই এই ধারাবাহিক। বড়োলোক বাড়ির মেয়ে ঊর্মি বিয়ে করে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে সাত্যকিকে। যে পেশায় একজন ট্যাক্সি চালক।
বড়োলোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও নিম্ন-মধ্যবিত্ত পরিবারে এসে পরিবারের সকলের সঙ্গে মানিয়ে গুচ্ছিয়ে সংসার করছে সে। বিন্দুমাত্র অহংকার নেই তার। নিজের শাশুড়িকে রাগি আন্টি বলে ডাকে। ছোট দাদুকেও নিজের করে নিয়েছে। বাড়ির সকলের কাছে ঊর্মি হয়ে উঠেছে চোখের মণি।
গল্পের প্লট অনুযায়ী সদ্য হানিমুন থেকে ঘুরে এসেছে ঊর্মি-সাত্যকি। সেখানে নানা রকমের কান্ড ঘটায়, যা দেখে বেশ খুশি হয়েছিল দর্শক। তবে এবার তাদের প্রিয় ঊর্মিকে দর্শক দেখবে অন্য ভূমিকায়। কিছুদিন আগেই চ্যানেলের তরফ থেকে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে আনা হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে একেবারে ভোল বদলে ফেলেছে ঊর্মি। লাল রঙের স্ট্রাইপড শার্ট, মাথায় টুপি, চোখে লাল সানগ্লাস। নিজের নাম বদলে রেখেছেন তরঙ্গ সরকার।
View this post on Instagram
আসলে নতুন ক্যাব সার্ভিস ‘শুক্লা ক্যাব’ চালু করেছে সাত্যকি। আর সেই উদ্দেশ্যেই এবার ট্যাক্সি চালাতে পথে নামবে ঊর্মি। এর আগেও দৃশ্যে ঊর্মিকে বেশ কয়েকবার টুকাইয়ের ট্যাক্সি চালাতে দেখেছে দর্শক। তবে এবার দেখার পালা বড়লোক বাড়ির আদুরে মেয়ে কি ড্রাইভিং পেশায় যুক্ত হবেন? নাকি আসছে অন্য কোনও টুইস্ট?
সুত্রঃ hindustantimes . com/entertainment/urmi-got-a-new-recover-in-ei-path-jadi-na-sesh-hoi-31640607720281.html