অসুস্থ ছোট দাদু, নিজেই গাড়ি চালিয়ে দাদুকে নিয়ে হাসপাতালে ছুটলো ঊর্মি

ঊর্মি

ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ মানুষের মন জিতে নিয়েছে। ধারাবাহিকের মূল ফোকাসে রয়েছেন ঊর্মি আর সাত্যকির লাভ স্টোরি। ধারাবাহিকে ঊর্মি চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা। ধারাবাহিকে তার সাবলীল অভিনয় প্রশংসিত।

মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে ‘এই পথ যদি না শেষ হয়’ এগিয়ে চলেছে। বড়লোক বাড়ির মেয়ে ঊর্মির মধ্যবিত্ত ঘরে বউ হয়ে আসা, পরিবারের সকলের চোখের মণি হয়ে ওঠা, বাপের বাড়ি লোক শ্বশুর বাড়ির লোকজনকে অপমান করলে ঊর্মি কড়া জবাব, যেকোনো পরিস্থিতিতে স্বামীকে সাপোর্ট করা- বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে।

ধারাবাহিকে প্রতিনিয়ত থাকছে টুইস্ট। ধারাবাহিক দেখার জন্য টিভির সামনে অপেক্ষা করে থাকেন দর্শক। সম্প্রতি ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে আসছে নতুন মোড়। চ্যানেলের অফিশিয়াল পেজ থেকে  প্রকাশিত একটি প্রোমোতে দেখা যাচ্ছে, সাত্যকির ছোট দাদু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বাড়িতে নেই সাত্যকি, পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স। পরিবারের এইরকম বিপদে ঊর্মি মুশকিল আসান হয়ে উঠবে। পরিবারের জন্য সে সবকিছু করতে পারে। তাই ঊর্মি সিদ্ধান্ত নেয় নিজে গাড়ি চালিয়ে ছোট দাদুকে হাসপাতালে নিয়ে যাবে। এবার গল্পের মোড় কোনদিকে ঘুরবে দেখার জন্য উৎসাহিত দর্শক।

সুত্রঃ bongtrend . com/urmi-drives-car-to-take-choto-dadu-hospital/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here