সদ্য শেষ হয়েছে জি-বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। ‘ঊর্মি’ চরিত্রে তাঁর অভিনয় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। বলাই বাহুল্য, অন্বেষা অসাধারণ একজন অভিনেত্রী।
শুধু দর্শকমহলে নয়, অভিনেত্রী অন্বেষা হাজরার সাবলীল অভিনয় প্রশংসিত হচ্ছে টলি সেলবদের কাছেও। একসময় টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘অন্বেষার মতো এমন অসাধারণ আজকাল খুব কম দেখা যায়’।
‘এই পথ’-এর আগে অন্বেষা অভিনয় করেছিলেন ‘চুনি পান্না’ ধারাবাহিকে। সেখানে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন এই অভিনেত্রী। আজও ‘চুনি পান্না’ ধারাবাহিকটি দর্শকের মনে তাজা। সম্ভবত ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রেখেছিলেন ছোটপর্দার ঊর্মি।
প্রত্যেকটি ধারাবাহিকে নিজেকে নতুন ভাবে গড়েছেন অন্বেষা। খুব সাবলীল ভাবে পর্দায় নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। এবার সেই অভিনয়ের জন্যই জীবনের সেরা সম্মান অর্জন করলেন।
সদ্য আরএমবি কলকাতা টেলি সিনে পুরস্কার জিতলেন অন্বেষা। অসাধারণ অভিনয়ের জন্যই এই খেতাব তুলে দেওয়া হয় তাঁর হাতে। এই মঞ্চে সম্মানিত ব্যক্তিরা সাধারণত পুরস্কার পেয়ে থাকেন। সেই মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার পেয়ে গর্বিত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
View this post on Instagram