সত্যিই শিক্ষার কোনো বয়স হয় না! ছেলের সঙ্গেই PSC পাশ করলেন ৪২ বছর বয়সী মা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

৪২ বছর বয়সী মা

আমাদের প্রত্যেকের জীবনে শিক্ষা গুরুত্বপূর্ণ। তাই যেকোনো বয়সেই পড়াশুনো করা যায়। এতে লজ্জার কিছু নেই। কথায় বলে, শিক্ষার কোনও বয়স নেই। এই কথাটাই প্রমাণ করে দিলেন কেরালার বাসিন্দা বিন্দু। মা ও ছেলের কীর্তিতে প্রশংসার ঝড় নেটদুনিয়া।

কেরালার মালাপ্পুরমে বাসিন্দা বিন্দু দেবীর বয়স ৪২ বছর। আর এই বয়সে এসে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করলেন তাও আবার নিজের ছেলে বিবেকের সঙ্গে, যার বয়স ২৪ বছর।

৪২ বছর বয়সী মা

৪২ বছর বয়সী মা বিন্দু ও ২৪ বছর বয়সী ছেলে বিবেক একসঙ্গে পরীক্ষায় বসেছিলেন এবং দুজনেই সাফল্য লাভ করেছেন। লাস্ট গ্রেড সার্ভেন্টের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন বিন্দু দেবী এবং ছেলে বিবেক লোয়ার ডিভিশন ক্লার্ক অধীনে পরীক্ষা দিয়েছিলেন। ৯২ (বিন্দু) ও ৩৮ (বিবেক) রাঙ্ক করে সকলে চমকে দিয়েছেন মা ও ছেলের জুটি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে অনুযায়ী, বিবেক জানিয়েছেন, “আমরা একসাথে কোচিং ক্লাসে পড়তাম। আমার মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন এবং আমার বাবা আমাদের জন্য সমস্ত সুবিধার ব্যবস্থা করেছিলেন। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা দুজনে একসাথে পড়াশোনা করেছি কিন্তু আশা করিনি যে আমরা একসাথে এটির যোগ্যতা অর্জন করব। আমরা দুজনেই খুব খুশি”।

Source: www . india . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here