বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী। প্রায় ১২ ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছেন বহুবার। তাঁর প্রথম অভিনীত ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ আজও মানুষের মনে তাজা।
‘ভালোবাসা ডট কম’-এর ওম থেকে ‘খড়কুটো’র রূপাঞ্জন হয়ে ওঠার পিছনে রয়েছে অনেক পরিশ্রম। হিন্দুস্তান টাইমস বাংলা এক আড্ডায় অভিনেতা জানান, “রুপাঞ্জনের চরিত্র করার সময় খুব ভয়ে ভয়ে ছিলাম। অম্বরীশদা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই ধারাবাহিক করতে গিয়ে একটা পরিবার পেয়েছি”।
রাজা আরও বলেন, “তিনি খড়কুটো’র আগে নায়কের চরিত্রে অভিনয় করতেন তখন রাস্তা-ঘাটে মানুষ তাঁকে দেখলে সেলফি তুলতে আসত। কিন্তু এখন অভিনেতাকে দেখলেই মানুষ হাসে। কারণ ‘খড়কুটো’র কথা মনে পড়ে যায় তাদের, এর সব কৃতজ্ঞতা রুপাঞ্জন চরিত্রটির”।
হয়তো অনেকেই জানেন না, খড়কুটোয় ‘রুপাঞ্জন’ চরিত্রটি বয়স ছিল মাত্র তিন দিন। রুপাঞ্জন চাকরি করবে বাইরে এবং চিনি তাঁকে বিয়ে করে বাইরে চলে যাবে। কিন্তু দর্শকের এত ভালোবাসায় ধারাবাহিকের শেষ পর্যন্ত থেকে গেল চরিত্রটি।
হিন্দুস্তান টাইমস বাংলা, অভিনেতার কাছে প্রশ্ন রাখেন, ‘ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেললেন। এতগুলো বছরে রাজা কতটা পাল্টেছে?”। উত্তরে রাজা জানান, “এক সময় পোর্টফোলিও নিয়ে যখন ঘুরে বেড়াতাম, স্টুডিয়োয় ঢুকতে দেওয়া হত না আমায়। এখন গাড়ি নিয়ে গেলে গেট খুলে দেওয়া হয়। বদল বলতে ওইটুকুই। তবে আমি পাল্টাই নি”।
Soource: bangla . hindustantimes . com