স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে। ধারাবাহিকের মূল গল্প হল নায়িকা রানীর সন্তান জন্ম নেওয়ার পরও কোনও কিছু ত্যাগ না করে নিজের স্বপ্ন পূরণ করা। আর ধারাবাহিক এবার মূল গল্পে ঢুকতে চলেছে।
যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, বিয়ের আগে কাছাকাছি এসেছে রানী আর দুর্জয়। আর তারপর তার বাড়িতে অনেক কথা শুনতে হয় তাকে। এরপর দেখা যায়, রানী তার বাড়ি ছেড়ে দুর্জয়ের বাড়িতে এসে সকলকে সব সত্যিই জানিয়ে দেয়। এরপরই দেখা যায় রানীর সাথে দুর্জয়ের ঝামেলা শুরু হয়। দুর্জয় রাগে সকলের সামনে সিঁদুর পরিয়ে দেয় রানীকে।
ধারাবাহিকের আগামীদিনে দেখা যাবে, অবশেষে বাড়ির সম্মতিতে মন্দিরে গিয়ে রানী সামাজিক বিয়ে করবে দুর্জয়। বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যা দেখে বেজায় খুশি হয়েছেন অনুরাগীরা।
View this post on Instagram