
অবশেষে সামনে এলো স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর টাইম স্লট। কোন স্লটে আসবে এই মেগা তা নিয়ে দর্শকের মনে যথেষ্ট কৌতূহল ছিল।
নতুন ধারাবাহিকের আগমনে যেকোনো একটি ধারাবাহিককে বিদায় নিতে হয়। তাই এই ধারবাহিকের জন্য কোন ধারাবাহিকের উপর কোপ পড়তে চলেছে তা জানতে আগ্রহী ছিলেন সিরিয়ালের প্রেমীরা।
তবে সময় সামনে আনার পর অবাক হচ্ছেন দর্শকেরা। কারণ কেউ কল্পনা করতে পারেননি এমন সময়ে দেওয়া হবে এই মেগাকে। প্রাইম টাইমে নয়, ৫ মে থেকে বুলেট সরোজি সম্প্রচার হবেবিকেল ৫.৩০ স্লটে। ঠিক যেই সময় বর্তমানে সম্প্রচার হচ্ছে ‘দুই শালিক’। অর্থাৎ দুই শালিকের জায়গা আনা হল এই মেগাকে।
তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে ‘দুই শালিক’ ধারাবাহিকটি? এখনো চ্যানেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে দুই শালিক ধারাবাহিক বন্ধ করে দেওয়া হলে একেবারেই মেনে নিতে রাজী নন দর্শক।