স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। যিনি এর আগে ‘রামকৃষ্ণ’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। নতুন ধারাবাহিক ‘দুই শালিক’-এ দুই বোনের গল্প ভালোই সাড়া ফেলেছে পর্দায়।
তবে নায়িকা নন্দিনী দত্ত আচমকাই বড় বিপদের মুখে পরেছে। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে বসলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার ফেসবুক পাতায় সাদা কালো একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এটা একটা কঠিন সময়, কিন্তু জানি ঠিক কেটে যাবে। গতকাল আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যান আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেও এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাইনি। আর কীভাবে যেন সেই অ্যাকাউন্টটা ডিসএবল হয়ে গিয়েছে তাই আরও কিছু করা যাচ্ছে না। আশা করব আমি আমার অ্যাকাউন্টটি ফিরে পাব। নইলে আবার নতুন অ্যাকাউন্ট নিয়ে আসব।’
তিনি আরও লেখেন, ‘এই গোটা প্রসেসটায় আমি অনেক কিছু নিয়ে ডিল করছি। প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন। আপনাদের কোনও সাজেশন থাকলে আমায় কমেন্টে জানান। আমি জানি এই কঠিন পরিস্থিতি আমি ঠিক কাটিয়ে উঠবই।