আগে বাংলা সিরিয়াল চলত প্রায় ৪/৫ বছর। ধারাবাহিকের কলাকুশলীরা সেভাবেই শুরু করতেন তাদের জার্নি। বর্তমানে বাংলা ধারাবাহিক নির্ভর করে টিআরপির উপর। তাই ছয় মাসের মধেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়।
তবে এবার মাত্র আড়াই মাসেই বন্ধ হয়ে গেল মানালি দের নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’। গত ১৭ ই মে শেষ হয়েছে শুটিং। স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল গোটা টিমের। খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন খারাপ হয়ে পড়ে দর্শকদের।
ধারাবাহিকের খুদে শিল্পী প্রেয়সী বসুর ফেসবুকে গোটা টিমের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘শেষ হল। ই স্মৃতি টুকুই মনে রয়ে যাবে। রাহুল আংকেল শুধু তোমার সাথেই দেখা হল না। খুব মিস্ করবো তোমাদের সবাইকে। অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। দুগগামনি ও বাঘ মামা তোমাদের টিমের সবাইকে খুব মিস্ করবো’।