‘দুগ্গামনি ও বাঘ মামা’ করেই বাজিমাত! এবার নতুন জার্নি শুরু ছোট্ট রাধিকার

রাধিকা কর্মকার

‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিককে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিল ছোট পর্দার খুদে শিশুশিল্পী রাধিকা কর্মকার। সমাজমাধ্যমেও দারুণ পরিচিত এই একরত্তি। বাংলা সিরিয়ালের গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখতে চলেছে ছোট্ট রাধিকা।

কোন ছবিতে অভিনয় করবে সে? বড়পর্দায় ‘বামাক্ষ্যাপা’ রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। এরআগে ছোটপর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’ চরিত্রের জনপ্রিয়তার কারনেই ফের বড়পর্দায় বামাক্ষ্যাপার ভুমিকায় সব্যসাচী।

সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতেই দেখা যেতে চলেছে ছোট্ট অভিনেত্রী রাধিকা কর্মকারকে। গল্পে মা ‘তারা’র এক রূপ হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে, সব্যসাচী এবং ছোট রাধিকা ছাড়া অভিনয় করবেন পায়েল দে।

সূত্রের খবর, জোর কদমে চলছে ছবির কাজ। ১৫০ বছর আগের তারাপীঠকে ছবির পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন পরিচালক। সেই আদলেই ফ্লোরেই তৈরি হয়েছে তারাপীঠ। বোলপুর, সিউড়ির বিভিন্ন অঞ্চলে হয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তির অপেক্ষায় এই ছবি।