প্রথম সপ্তাহেই বাজিমাত দুগ্গামণি’র, হেরে গেল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক

দুগ্গামণি

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির লিস্ট। চলতি সপ্তাহে বাংলার টপার জি-বাংলার পরিণীতা। দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল জগদ্ধাত্রী এবং ফুলকি’র।

চলতি সপ্তাহে টিআরপি পাঁচ থেকে ছিটকে গেল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। অনেকটাই নম্বর কমেছে শ্বেতা এবং রণজয় বিষ্ণুর ধারাবাহিকের।

অন্যদিকে ওপেনিংয়েই বাজিমাত করল মানালি দে’র নতুন ধারাবাহিক  ‘দুগ্গামণি ও বাঘ মামা’। প্রথম সপ্তাহেই টিআরপির দশে জায়গা করে নিয়ে এই নতুন মেগা।

প্রথম – পরিণীতা (৭.২)

দ্বিতীয় – জগদ্ধাত্রী (৬.৫)

তৃতীয় – ফুলকি (৬.৪)

চতুর্থ – রাঙামতি তীরন্দাজ (৬.৩)

পঞ্চম – গীতা LLB (৬.২)

ষষ্ঠ – কথা । কোন গোপনে মন ভেসেছে (৬.১)

সপ্তম – উড়ান (৫.৭)

অষ্টম – চিরসখা (৫.২)

নবম – মিত্তির বাড়ি (৫.১)

দশম – গৃহপ্রবেশ । দুগ্গামণি Opening (45min) (৫.০)