কালার্স বাংলায় বদলাতে চলেছে মেগার ধারাবাহিকতা। আসছে তিনটি নতুন ধারাবাহিক যার প্রত্যেকটির পর্ব সংখ্যা হবে ১০০। পুজোর আগেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। দীপাবলির সময় শুটিং এর কাজ সাময়িক বন্ধ থাকলেও এখনও শুরু হয়নি সেই শুটিং। ফেডারেশনের সঙ্গে চ্যানেলের মতবিরোধের জেরেই নাকি শুটিং বন্ধ আছে তিন ধারাবাহিকের।
টেলিপাড়া সূত্রে খবর অনুযায়ী, পর্ব সংখ্যা কমে যাওয়ায় একে ধারাবাহিক বলতে নারাজ ফেডারেশন। সেক্ষেত্রে এগুলিকে সিরিজের অন্তর্ভুক্ত বলা চলে। তবে অন্যদিকে চ্যানেলের দাবি ছোট পর্দায় সম্প্রচারিত হয়ার কারণে এগুলি ধারাবাহিকের আওতাতেই পরে।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় তিন ধারাবাহিকের একটির পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়, অন্য একটির প্রযোজক সৌরভ চক্রবর্তীর সঙ্গে।
দ্বিতীয় ধারাবাহিকের প্রযোজক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, গত দু’দিন ধরে ধারাবাহিক তিনটির শুটিং স্থগিত। তবে আশা রাখছেন এই নিয়ে আলোচনায় খুব শীগ্রই সমাধান বেরিয়ে আসবে।