মাথায় ঋণের বোঝা, নাটকের কারণে ধারাবাহিক থেকে বাদ! অর্থসংকটে শঙ্কর চক্রবর্তী, ‘ওঁরা বাদ দিয়ে দিল…’, চোখে জল অভিনেতার

শঙ্কর চক্রবর্তী

কিছুদিন ধরে একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর যা ছড়িয়ে পড়া মাত্রই ফুঁসে উঠেছে ইন্ডাস্ট্রির তারকারা। নাটকের কারণে ধারাবাহিক থেকে বাদ অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সংবাদমাধ্যমের হাত ধরেই সেই খবর সামনে আনতেই শঙ্কর চক্রবর্তীর হয়ে গর্জে ওঠেন রুপাঞ্জনা সহ আরও আরও তারকারা। শুধু শঙ্কর নন, বেশ কিছু বর্ষীয়ান অভিনেত্রীদের তারিখের সমস্যার জন্য ধারাবাহিক থেকে বাদ পরতে হচ্ছে।

অভিনেতা শঙ্কর চক্রবর্তীর লীনা গাঙ্গুলির ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করার কথা থাকলেও তাকে বাদ দেওয়া হয়। কাজ না থাকায় এমনিতেই আর্থিক কষ্টে রয়েছেন অভিনেতা। তারপরও সুযোগ পেয়ে কাজ হাতছাড়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিনেতা অভিনয়জীবন শুরু মঞ্চে। অল্পবয়স থেকে নাটক অন্তপ্রাণ। বাশিস রায় পরিচালিত ‘সরলরেখা বক্ররেখা’য় গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে না বলতে পারেননি। কথা দেন, তিনি অভিনয় করবেন। ভেবেছিলেন, ধারাবাহিকে অভিনয়ের সময়ের সঙ্গে মঞ্চাভিনয়ের বিরোধ বাধবে না। কিন্তু বাদ সাধে তারিখ। সময় না মেলায় ধারাবাহিকের কাজ হারান অভিনেতা।

আনন্দ বাজার অনলাইনের কাছে অভিনেতা জানান, “আমি ছাড়িনি। ওঁরা বাদ দিয়ে দিয়েছেন। অর্থসঙ্কটে ভুগছেন। ডিসেম্বরের মধ্যে কাজ চাই তাঁর।”

চোখের জল নিয়ে জানান,  “আপাতত মেয়ে সংসারের খরচ টানছে। আগামী দু’মাসের মধ্যে যেনতেনপ্রকারেণ কাজ চাই। নইলে অর্থসঙ্কট আরও বাড়বে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, “আসলে গাড়ির প্রতি আমার একটা অদ্ভুত নেশা ছিল। তিন বছরের বেশি একটা গাড়ি রাখতাম না। সেটা বিক্রি করে আবার একটা নতুন গাড়ি কিনতাম। ফলে EMI-য়ের চাপ বেড়েছে। এখন একসঙ্গে তিনটে লোন চলছে। আগামী বছর অক্টোবরে পরিশোধ হবে। মেয়েই এখন অনেকটা ব্যাকআপ দিচ্ছে। আমার পোষ্য, রান্নার লোক, ড্রাইভারের একটা খরচ বহন করতে হয়। আমি যদিও মেট্রো, রিক্সায় মাঝেমধ্যে যাতায়াত করি। মজার বিষয়, আমি এমনও শুনেছি লোকে বলছে, সিরিয়াল করে আর কত টাকা পায়! এগুলো শুনলে একটু অস্বস্তি হয়।”