ছোটপর্দায় জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। কাজ করেছেন ওয়েব সিরিজেও। ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে বিভিন্ন সময়ে পর্দায় নিজেকে মেলে ধরেছেন তিনি। নিজের অভিনয় দিয়েই জিতে কুড়িয়েছেন দর্শকের প্রশংসা।
সিরিয়াল, সিরিজের পর বড়পর্দায়ও পা রেখেছেন দেবাদৃতা। ব্রাত্য বসুর আগামী ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা গিয়েছে এই সিনেমায় বেশ কিছু তাবড় তাবড় শিল্পীরা থাকতে চলেছেন।
তবে এবার বাবা-মায়ের সাথে স্বপ্নপূরণ করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই স্বপ্ন পূরণের খবর ভাগ করে নিয়েছেন। বেশ কিছু ছবি শেয়ার করে ফেসবুকে দেবাদৃতা লেখেন, “নতুন শুরু, আমাদের স্বপ্নের বাড়ি।” ছবি দেখে বোঝাই যাচ্ছে অভিনেত্রী নতুন বাড়ি কিনেছেন যেটা তার স্বপ্ন ছিল। বাড়িতে গৃহপ্রবেশের বেশ কিছু শেয়ার করে নেন। দেবাদৃতার পাশাপাশি তাঁর বোন এবং মাকেও দেখা যায়। পুরোহিত মশাইয়ের সঙ্গে অভিনেত্রীর বাবাকে যজ্ঞ করতে দেখা যায়। অভিনেত্রীর স্বপ্নপূরণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে তার ইন্ডাস্ট্রির সহ-কর্মীরাও।

