এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত ধারাবাহিক যদি বলা যায়, তাহলেই প্রথমেই নাম উঠে আসবে ‘চিরদিনই তুমি যে আমার’ মেগা ধারাবাহিকের। শুরু থেকে এখনো অবধি সোশ্যাল মিডিয়ায় চর্চার শীর্ষে রয়েছে। নায়িকার পরিবর্তনেও জনপ্রিয়তায় একটু ভাটা পড়েনি। বরং দিনে দিনে এই ধারাবাহিক নিয়ে চর্চা বাড়ছে।
ধারাবাহিক এবার আসল গল্পে হাজির। ‘রাজনন্দিনী’ আর্যের প্রাক্তন স্ত্রী। গতকালকের পর্বে ফাঁস হয়েছে অতীতের চাপা পড়া তথ্য। মেঘরাজ আর্যকে কিডন্যাপ করে নিজের ডেরায় নিয়ে যায়। তাকে উদ্ধার করতে ছুটে আসে অপর্ণা।
আর্যকে উদ্ধার করতে এসেই অপর্ণা জানাতে পারে ‘রাজনন্দিনী’র আসল খুনি আর কেউ বরং আর্য। এমনকি সে মেঘরাজের কাছে জানতে পারে আর্যের আসল চেহারা অন্য। এবার কি অপর্ণা ভুল বুঝবে আর্যকে?
আপাতত গল্প ইঙ্গিত দিচ্ছে আর্য ভিলেন। তবে এর পিছনে বড় রহস্য রয়েছে কিনা তার উন্মোচন হবে ভবিষ্যতে। তবে ধারাবাহিকের এই ট্র্যাক অখুশি অধিকাংশ দর্শক। কারণ ধারাবাহিকের প্রাণবিন্দু আর্য সিংহ রায়। তাকে ভিলেন হিসাবে মানতে নরাজ দর্শক।
চ্যানেলের কাছে ইতিমধ্যেই তারা জানিয়েছে আর্য চরিত্রটা যেন ভিলেন বানানো না হয়। দর্শকের অনুরোধ কি শুনবেন নির্মাতারা? সেটাই দেখার…

