মেঘের চরিত্র অভিনয় করলেও মেঘের মতো হতে বারণ করছেন তিতিক্ষা! ‘আত্মসম্মান না থাকলে সম্পর্কে থেকো না’, বার্তা অভিনেত্রীর

মেঘ

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম চর্চিত ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকটি শুরু থেকেই জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। দুই বোনের গল্প নিয়েই শুরু হয়েছিল এই সিরিয়াল। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস, মৈনাক ব্যানার্জী।

ধারাবাহিকে তিতিক্ষা ওরফে মেঘের চরিত্র খুবই সাধারণ একটি সহজ সরল মেয়ের। গল্পে কখনই অন্যায়ের সাথে আপোষ করে নিতে শেখেনি সে। সন্মান নিয়ে বেঁচে থাকার আদর্শে বড় হয়েছে সে। তাইতো আত্ম মর্যাদায় আঘাত লাগায় শ্বশুরবাড়ি ছেরে চলে আসে মেঘ।

বাস্তব জীবনেও কি একই রকম নায়িকা। এই প্রসঙ্গে অভিনেত্রী বাস্তবেও একমত। অভিনেত্রীর মতে, প্রত্যেকটি মেয়ের কাছেই আত্মসম্মান থাকাটা খুব গুরুত্বপূর্ন। প্রতিটি মেয়ের উদ্দেশ্যেই অভিনেত্রী জানায়, যেই সম্পর্কে আত্মসন্মান নেই, সেখান থেকে বেরিয়ে আসাই উচিৎ। সম্পর্ক টিকিয়ে রাখতে আত্মসন্মান ঝারিয়ে ফেলা কখনই উচিৎ নয়, সে যেই হোক না কেন। মেয়েদের উদ্দেশ্যে বলা অভিনেত্রীর এই কথায় মুগ্ধ নেটিজেনরা।