এই মুহুর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়া ও জিতু কমলকে নিয়ে তোলপাড় গোটা নেটদুনিয়া। ধারাবাহিকে জিতুর সাথে শট দিতে রাজী নন দিতিপ্রিয়া। রোম্যান্টিক দৃশ্যে দিতিপ্রিয়াকে ছুঁতে পারবেন না জিতু। এমনকি দিতিপ্রিয়ার দাবি জিতু নাকি এতদিন শরীর খারাপের নাটক করেছে।
তাই অভিনেত্রীর অভিযোগে অপমানিত হয়েই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন আর্য ওরফে জিতু। জিতু একটি পোস্ট শেয়ার করে সবটা পরিষ্কার করে জানান।
সম্প্রতি দিতিপ্রিয়াকে নিয়ে বিতর্কের মাঝেই ফের নাম না নিয়ে পোস্ট শেয়ার করলেন জিতু। অভিনেতার পোস্টের আসল মানে হল, “এতটা ভাল হও যাতে প্রয়োজনে কাউকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু এতটা বোকা হয়ও না, যে আবারও তাদের বিশ্বাস করা যায়।”
জিতুর পোস্টে আরও লেখা, জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে আর মুর্খকে তার বক্তব্য থেকে। জিতুর পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, দিতিপ্রিয়ার উদ্দেশ্যেই হয়ত এই বার্তা দিতে চেয়েছেন অভিনেতা।
দিতিপ্রিয়ার এমন আচরণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা। দর্শকের দাবি, জিতু নয়, দিতিপ্রিয়াকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হোক। চ্যানেলের কাছে দর্শকে অনুরোধ, দিতিপ্রিয়াকে বার করে নতুন নায়িকা নিয়ে আসা হোক ধারাবাহিকে। সোশ্যাল মিডিয়ায় জুড়ে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।


