৫০ বছরে পা দিলেন ডোনা গাঙ্গুলি! কেক কেটে স্ত্রীর জন্মদিন পালন সৌরভের

ডোনা গাঙ্গুলি

গাঙ্গুলি পরিবারে খুশির আমেজ। সপরিবারে জন্মদিনের কেক কাটলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে নৃত্যশিল্পীর জন্মদিনের ভিডিও। এদিন একেবারে সাদামাটাভাবে, ঘরোয়া আনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ডোনার জন্মদিন উপলক্ষে।

দেখতে দেখতে ৫০ বছরে পা রাখলেন সৌরভ পত্নী ডোনা। হ্যাপি বার্থ ডে গান গাইতে দেখা গেল ডোনার পরিবার, ছাত্র-ছাত্রীদের। জন্মদিনে কেক কেটে প্রথমে তা মেয়ে সানাকে খাওয়ালেন ডোনা। ফিটনেসের দিকে নজর দিতে কেক খাওয়া থেকে বিরত থাকলেন সৌরভ।

ভিডিওতে নজরে আসে ডোনার সামনে রাখা নানা স্বাদের কেক। তারমধ্যে একটি কেকের উপর দেখা গেল নাচের ঘুঙরু, অলংকার। ফুলের তোড়াও দেখা গেল উপহারে। ভিডিয়োতে সৌরভ-ডোনার দুই পোষ্যরও দেখা মিলল। এদিন অনেকেই উপস্থিত ছিলেন গাঙ্গুলি পরিবারে। সকলে মিলে শুভেচ্ছাও জানালেন ডোনাকে।