
ছোটপর্দার ‘ডায়মন্ড’কে তাই আজও মনে রেখেছেন দর্শক। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিক দিয়ে দর্শক মনে ছাপ ফেলেছিলেন অভিনেত্রী ডোনা ভৌমিক। অল্প দিন চললেও ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল দর্শকমহলে।
এই ধারাবাহিক শেষ হওয়ার পর ডোনাকে সেভাবে আর পর্দায় দেখা যায়নি। তবে সম্প্রতি বড় সুখবর জানালেন অভিনেত্রী নিজেই। তবে কি নতুন কোন কাজের ইঙ্গিত দিলেন নায়িকা। একেবারেই নয়, জীবনের নতুন অধ্যায় শুরুর আভাস দিলেন ডোনা। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি ভাগ করলেন অভিনেত্রী।
প্রেমিক সায়ন্তন মুখোপাধ্যায়ের জন্মদিনে আদুরে পোস্ট করেছেন ডোনা। সায়ন্তনের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি ভাগ করে প্রেমিককে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সাথে জানিয়েছেন, সায়ন্তন শুধু তাঁর প্রেমিক নন, হবু স্বামীও বটে।
তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ডায়মন্ড দিদি? ডোনা পোস্টে লিখেছেন, ‘ও আমার প্রেমিক নয়, আমার হবু বর। তবে এখনই বিয়ে করছি না। আশা করি, আপনারা বুঝতেই পারছেন।’
Instagram-এ এই পোস্টটি দেখুন