এক রাতেই সব শেষ। বড়সড় ক্ষতির মুখে অভিনেত্রী দোলন রায়। এই মুহুর্তে দুশ্চিন্তায় কপালে হাত অভিনেত্রীর। বাইপাস সংলগ্ন আবাসনে দীর্ঘদিনের বাসিন্দা দোলন এবং দীপঙ্কর দে। আচমকা কি ক্ষতি হল অভিনেত্রীর?
গতকাল রাত থেকেই জল থইথই সারা শহর। এই জলমগ্ন পরিস্থিতিতে জলের তলায় ডুবে গেল অভিনেত্রীর গাড়ি। এমনকি গাড়িতে থাকা পুজোর উপহার, গাড়ির কাগজপত্র সবটাই জলে নষ্ট হয়ে গিয়েছে।
দোলনের কথায়, “আমার গোটা সংসার থাকে ওই গাড়িতে। মন খারাপ করা ছাড়া আর কোনও উপায় নেই। এই গাড়ি মনে হয় আর ঠিক হবে না। জানি না কী হবে। পাম্প দিয়ে জল কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কতটা লাভ হবে তা জানা নেই। গাড়ির কাগজপত্র রয়েছে ওখানেই। নিজের বেশ কিছু শাড়িও রয়েছে।”
দোলন আরও জানান, “পুজোয় দেব বলে অনেক উপহার কিনেছিলাম। সেগুলোও রয়ে গিয়েছে। কী করে বুঝব এক রাতে এই সব হয়ে যাবে! পুজোমণ্ডপের বিচারক হিসাবে বেশ কিছু জায়গায় যাওয়ার কথা। এক জায়গায় তো আমাদের সঙ্গে বিচার করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যাতে পক্ষপাতদুষ্ট না হয় বিচার, তাই একটি সংস্থা এই আয়োজন করেছে।”