করোনার দ্বিতীয় ঢেউ ভারতে জাঁকিয়ে বসেছে। দেশে দৈনিক আক্রমণ এখন প্রায় তিন লাখ ছুঁইছুঁই। খুব খারাপ পরিস্থিতির মধ্যে গোটা ভারত। হাসপাতালে বেড নেই, মৃতদেহ রাখার জায়গা নেই। আবারও প্রথমবারের মতো আক্রান্ত হচ্ছে চিকিৎসক , নার্সরা। প্রথমবারের চেয়েও পরিস্থিতি আরও খারাপ।
ভারতে সবচেয়ে বেশি কোভিড সংক্রমিত শহর দিল্লি আর মহারাষ্ট্র। বহু চিকিৎসক আজ লড়ছেন নিজের জীবনের সঙ্গে। কেউ জয়ী হচ্ছেন কেউ আবার পরাজয়। তেমনি গত ১৯ শে এপ্রিল কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারান মুম্বাইয়ের এক চিকিৎসক।
প্রয়াত মহিলা চিকিৎসকের নাম মনীষা যাদব । বয়স হয়েছিল ৫১ বছর। তিনি সেওরির টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন। শোনা যায় তার খুব নামডাক ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, যেটা কথায় প্রচলিত, সেটা আজ বাস্তবে ঘটল। মুম্বাইয়ের এই মহিলা চিকিৎসক নিজের মৃত্যুর আগেই বুঝে গিয়েছিলেন তার হাতে আর বেশি সময় নেই। তাই চলে যাওয়ার আগের দিন ফেসবুকে জানিয়ে দিয়ে যান তিনি বিদায় নিচ্ছেন।
১৯ শে এপ্রিল মৃত্যু হয় এই চিকিৎসকের। ১৮ ই এপ্রিল তিনি তার ফেসবুকে একটা পোস্ট করে লেখেন,”হয়তো শেষ শুভ সকাল। এই প্ল্যাটফর্মে হয়তো তোমাদের সাথে দেখা হবে না । ভালো থেকো সবাই। দেহ মরে যায়। আত্মা মরে না । আত্মা অমর”।