মনে পড়ে জি-বাংলার ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ সিরিয়ালের কথা? সিরিয়ালটি টিভির পর্দায় ব্যাপক আলোড়ন ফেলেছিল সেই সময়। ধারাবাহিকে এক দক্ষিণী মেয়ে রাজলক্ষ্মী’র চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য। এই মেয়েটির অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল। এই ধারাবাহিকের হাত ধরেই টেলি পাড়ায় জনপ্রিয়তা পান শর্মিষ্ঠা।
ধারাবাহিকে সাবলীলভাবেই দক্ষিণী ভাষায় কথা বলেছিল রাজলক্ষ্মী। এমনকি সেইসময় তাঁর বলা ডায়লগ ‘আইও রামা, সুনামিতে ভেসে গেছে মোর মামা’, বেশ জনপ্রিয় ছিল। প্রতিভা থাকা সত্ত্বেও আজ ছোটপর্দা থেকে প্রায় হারিয়েই গেছেন এই অভিনেত্রী।
খুব কম সময়ের মধ্যেই অভিনয়ের মাধ্যমে অজস্র সিরিয়াল প্রেমীদের মন জয় করেছেন। ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ সিরিয়ালের পর ‘মুখোশের আড়ালে’, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘হারানো সুর’ এর মতো ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যায়।
গৌরিদান ধারাবাহিক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্য। কিন্তু জনপ্রিয়তা এনে দেয় ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ ধারাবাহিক। তাঁর সাবলীল অভিনয় বেশ নজরকাড়া ছিল। এমনকি নিজের অভিনয় জেরে বড়পর্দায় সুযোগ পান। অভিনেতা হিরণ চ্যাটার্জির সাথে ‘ছদ্মবেশী’ সিনেমাতেও অভিনয় করেছিলেন শর্মিষ্ঠা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া হিন্দি ওয়েব সিরিজ ‘বিপিও’ তাঁকে দেখা গিয়েছে।
ভালো অভিনয় সত্ত্বেও টেলি দুনিয়ায় সেভাবে জায়গা করে নিতে পারলেন না এই অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ তিনি। মাঝে মধ্যে নাচের ভিডিও। ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন।