ভাসা ভাসা চোখ, ছিপছিপে চেহারা, মাথা ভর্তি চুল, ছোটবেলার তার সেই অভিনয় আজও ভোলেনি সিনেমাপ্রেমী বাঙালি। কথা হচ্ছে ৯০ দশকের বাংলা সিনেমা ‘শত্রু’র সেই বিখ্যাত মাস্টার তাপু কে নিয়ে। আধো আধো ভাষায় বলা‘পুলিশ দাদা , ও পুলিশ দাদা…’ মাস্টার তাপুর সেই জনপ্রিয় সংলাপ আজও মনে রেখেছে দর্শক। ছবিতে অনাথ শিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন মাস্টার তাপু।
‘শত্রু’ ছবিতে রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল -সহ জনপ্রিয় অভিনেতাদের মাঝে মাস্টার তাপুর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। শুধু তাই নয়, সেই সময়ের একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছে সে। আর সেই সবকটি ছবি আজও হিট। মাঝে অনেক গুলো বছর কেটে গেছে,পর্দায় দেখা মেলেনি তার। কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?
ছোট্ট তাপু আজ হয়ত অনেকটাই বড় হয়ে গেছে সে। জানা যাচ্ছে, কলকাতার এক নামী কলেজের প্রফেসার তিনি। তবে বর্তমানে ইন্ডাস্ট্রির সাথে কোনরকম যোগাযোগ নেই তার। তাই সেভাবে আর পর্দায় দেখা মেলেনি তার।
সুত্রঃ https: // tv9bangla. com/