বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’ কেই চিত্রনাট্যের আকার দিয়েছিলেন কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়। তবে সাদা কালো ব্যাকগ্রাউন্ডে ছোট্ট ‘দুর্গা’র চরিত্রটিকে মনে আছে? আর এই ‘দুর্গা’র চরিত্রে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত।
সাদা কালো পর্দায় ছোট্ট উমার প্রাণোচ্ছ্বল হাসি দর্শকের মনের ক্যানভাসে আজও রঙিন। যদিও আজ বয়সের ভার তাকে গ্রাস করেছে অনেকটাই। ছোটবেলা থেকেই থিয়েটার করার স্বপ্ন ছিল উমা দেবীর। স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের যোগাযোগ থাকায় প্রথম পথের পাঁচালী তে সুযোগ পান উমা। বর্তমানে পর্দার আড়ালে কি করছেন অভিনেত্রী উমা দাশগুপ্ত?
বর্তমানে লাইমলাইটের অন্তরালেই রয়েছেন অভিনেত্রী। বয়সজনিত কারণে নিজেকে আপাতত পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।