‘রানু পেল লটারি’ ধারাবাহিকের রানুকে মনে আছে? ছোটপর্দা থেকে প্রায় হারিয়ে গেলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

মনে পড়ে ‘রানু পেল লটারি’ ধারাবাহিকের রানুকে? সিরিয়ালটি টিভির পর্দায় ব্যাপক আলোড়ন ফেলেছিল সেই সময়। একটি প্রাণবন্ত দস্যি মেয়ের চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। মেয়েটির দুর্দান্ত অভিনয় তাক লাগিয়েছিল দর্শকদের। এই ধারাবাহিকে বিজয়লক্ষ্মী এবং ক্রুশল আহুজার জুটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল।

বিজয়লক্ষ্মীকে প্রথম দেখা যায় ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে। প্রথম ধারাবাহিকে বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় দেখে অবাক হয়ে গিয়েছিল দর্শক। বলাই বাহুল্য, সেই সময় এই মিষ্টি গোলগাল মেয়েটির অভিনয়ের প্রেমে পড়ে যায় সকলে।

এরপর ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে অভিনয় করেছেন বিজয়লক্ষ্মী। কিন্তু এরপর তাকে আর পর্দায় পাওয়া গেল না। একপ্রকার অভিনয় জগত থেকে হারিয়েই গেলেন অভিনেত্রী। যদিও মাঝে একটি ওয়েব সিরিজে তাকে দেখা গিয়েছিল।

জানা যায়, ‘গৌরী এলো’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অফার পেয়েছিলেন বিজয়লক্ষ্মী কিন্তু পরবর্তীকালে তাকে বাদ দিয়ে মোহনা মাইতিক নেওয়া হয়। শোনা যায়, ছোটপর্দায় তেমন কাজের সুযোগ পাচ্ছেন না তিনি। কাজের অভাবেই কি তাহলে হারিয়ে গেলেন ছোটপর্দার রানু?