মনে আছে ‘প্রেমের ফাঁদে’ ধারাবাহিকের নায়ক রাজীব বসুকে? ক্যারিয়ারের মাঝেই হারিয়ে গেলেন এই অভিনেতা

রাজীব বসু

দৈনিন্দন জীবনে বাড়ির মা কাকিমা দের বিনোদনের রসদ হলো বাংলা টেলিভিশনের মেগা ধারাবাহিকগুলি। আজকাল টেলিভিশনের সিরিয়ালের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। যদিও খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়া হচ্ছে ধারাবাহিক গুলিকে।

এখনকার ধারাবাহিকের মাঝেও দর্শকদের মনে গেঁথে রয়েছে পুরনো ধারাবাহিকগুলি। তাই মাঝেমধ্যে সেই পুরনো ধারাবাহিকের নাম চোখের সামনে এলেই আবেগপ্রবণ হয়ে পড়ে সিরিয়াল প্রেমীরা। বেশ কিছু এমন ধারাবাহিক রয়েছে যেগুলো আজও বাঙালি দর্শকরা ভুলতে পারেনি। আর তাদের মধ্যে একটি হল ‘প্রেমের ফাঁদে’।

প্রেমের ফাঁদে একটি জনপ্রিয় টিভি সিরিয়াল ছিল। যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেতা রাজিব বসু এবং অভিনেত্রী মিশমি দাস। মিশমিকে বহু ধারাবাহিকে দেখা যায়। বর্তমানে অভিনয় করছেন কোন গোপন মন ভেসেছে ধারাবাহিকে। মিসমি এখনো টেলি পর্দায় কাজ করলেও রাজিব যেন বাংলা টেলিভিশন থেকে হারিয়ে গেলেন।

রাজিব দর্শকদের খুব প্রিয় একজন অভিনেতা ছিলেন তবে আজ হয়তো অনেকেই তাকে ভুলে গেছেন। মনে আছে রাজীব বসুকে?

হ্যান্ডসাম, ট্যালেন্টেড নায়কটি ‘প্রেমের ফাঁদে’ ধারাবাহিকের হাত ধরে দর্শকের মন জিতেছিলেন। এরপরেও বেশ কিছু বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। বড়পর্দায় একটি সিনেমা করেছিলেন যদিও সেটি ফ্লপ হয়। এরপর নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে নেন।

কেন অভিনয় জগৎ থেকে সরে যান রাজীব তার প্রশ্ন আজও অধরা। সোশ্যাল মিডিয়ায় খুব একটা একটিভ নেই তিনি। তাই তার জীবনে কোনো আপডেট নেই ভক্তদের কাছে।