
শিশুশিল্প কৃতিকা চক্রবর্তীকে মনে পড়ে? যদিও এই নামে আপনারা তাকে চিনবেন না। তবে একটা নাম বললে সকলেই তাঁকে এক ডাকে চিনে ফেলবেন, সেটা হল রাখি। স্টার জলসার ধারাবাহিক ‘রাখিবন্ধন’ যা রাতারাতি জনপ্রিয় হয়েছিল ভক্তদের মাঝে।
ছোট ছেলে আর মেয়ে রাখি বন্ধন সকলের ভালবাসা কুড়িয়েছিল। রাখি চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী কৃতিকা চক্রবর্তী। রাখি বন্ধন ধারাবাহিক করার পর আরও কয়েকটি ধারাবাহিকে শিশুশিল্পী হিসাবে কাজ করেছিল কৃতিকা।
দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো বছর। এখন রাখি বেশ বড়। এখন তাঁর সোশ্যাল মিডিয়াতেও ৪ হাজারের বেশি ফলোয়ার। ২০২৩ সালে তাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা যায়। কালার্স বাংলায় ‘তুমি যে আমার মা’ ধারবাহিকে আরোহি আর অনিরুদ্ধের কন্যা আরাধ্যার ভূমিকায় অভিনয় করেছেন। যদিও তাকে সে সময় চিনতে পারেনি কেউ তেমন।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় কৃতিকা । মাঝে মধ্যেই নানা পোস্ট শেয়ার করে থাকে। অনেকগুলো বছর কেটে গেলেও দর্শকের মধ্যে আজও রাখিকে নিয়ে একইরকম উৎসাহ রয়েছে।
View this post on Instagram
বড় হলেও কৃতিকা চক্রবর্তীর মুখের আদলে বিন্দুমাত্র বদল ঘটেনি। চেহারাতেও সেই মিষ্টি ভাব রয়েছে। সুন্দরী নায়িকাদের মতোই দেখতে লাগে তাকে।