একসময় টেলিভিশন পর্দার দাপুটে অভিনেত্রী ছিলেন কমলিকা ব্যানার্জি। ছোটপর্দার পাশাপাশি একাধিক বড় পর্দায় কাজ করেছেন এই অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন বরাবর। তবে ইদানীং যেন তাঁর সেই দাপট আর নেই। বড়পর্দায় কাজ করলেও ছোটপর্দায় তো সেভাবে আর তাঁর দেখাই মেলে না।
‘এক আকাশের নিচে’ ‘ছুটকি’ চরিত্রে অভিনয় করে প্রথম দর্শকমহলে পরিচিতি লাভ করেন। এমনকি এই চরিত্রে বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও ‘বেহুলা’, ‘ইষ্টি কুটুম’, ‘রাজযোটক’, ‘চেকমেট’, ‘উমার সংসার’ মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে নায়কের মা ‘জয়া’ চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। এরপর তাঁকে আর ছোটপর্দায় পাওয়া যায়নি। যদিও মাঝে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’-তে অভিনয় করেছিলেন।
বড়পর্দা কাজ করলেও কেন ছোটপর্দায় নেই কমলিকা ব্যানার্জি? আসলে ব্যক্তিগত কারণেই পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। ছোটপর্দা তাঁকে পরিচিতি দিয়েছে তাই টেলিভিশন পর্দাকে তিনি কোনোদিনই ভুলতে পারবেন না। এমনটাই এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন অভিনেত্রী।
আসলে, চলতি বছরটা খুব খারাপ যাচ্ছে কমলিকার জন্য, কারণ কয়েকবছর আগেই হারিয়েছেন নিজের মা-বাবাকে আর চলতি বছরের নিজের দিদাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। এছাড়া অভিনেত্রীর মনে হয় দীর্ঘ ২২-২৩ বছর তিনি এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রচুর সিরিয়ালও করেছেন। তাই এবার একটু বড়পর্দার দিকে মন দিতে চান। ছোটপর্দায় অবশ্যই কাজ করবেন তবে এই মুহূর্তে ধারাবাহিকে পুরোপুরি নিজেকে নিয়োজিত করতে চাইছেন না অভিনেত্রী।



