সাক্ষাৎ দেবী! মা ভবতারিণী রূপে বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়িকাকে চিনতে পারছেন? কে বলুন তো?

 মা ভবতারিণী

সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিতে মানুষ রুপে দেবীর মুর্তি। এত সুন্দর রূপটান যে বোঝার উপায় নেই ভবতারিনী রুপে এই সাজ একজন বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় নায়িকার। মাঝেমধ্যেই বাংলা সিরিয়ালের অভিনেত্রীরা দেবী রুপ ধারণ করে পর্দায়। তবে পর্দার বাইরে দেবী রুপে এই নায়িকা যেন সাক্ষাৎ কালী মা। কে তিনি?

মেকআপ আর্টিস্ট মুক্তি রায়ের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ছবিটি শেয়ার করা হয়েছে। ক্যাপশন না পড়লে আপনি ধরতেই পারবেন না দেবী রুপে ইনি বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। চিনতে পারলেন?

আর কেই নয়, মা ভবতারিণী রূপে সেজেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। যিনি ত্রিনয়নী, দেশের মাটি, রাঙা বউ ধারাবাহিকের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন।

শ্রুতি দাস

ছবি শেয়ার করে সেই মেকআপ আর্টিস্ট লেখেন, “ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম । মোবাইলে তুলেছিলাম shoot এর সময়। চোখ বন্ধ করে যে বসে আছে সে হলো শ্রুতি দাস।”

 

View this post on Instagram

 

A post shared by Mukti Roy (@muktimua)