অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন সবসময় চর্চায় থাকে। বর্তমানে ছেলে রৌনভকে নিয়ে সুখে রয়েছেন অভিনেত্রী স্বামী প্রবাল বসুর থেকে আলাদা থাকলেও দুজনের দূরত্ব অনেকটা কমেছে। কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে উপস্থিত ছিলেন প্রবাল।
তবে জানেন কি, অভিনেত্রীর আগেও বিয়ে হয়েছিল। রচনার প্রাক্তন স্বামীর নাম সিদ্ধান্ত মহাপাত্র। ওড়িশা সিনেমা করার সময় ওড়িশা ছবির জগতের সুপারস্টারের সঙ্গে সম্পর্ক হয় অভিনেত্রীর। পরবর্তীকালে বিয়ে করেন রচনা আর সিদ্ধান্ত মহাপাত্র। কিন্তু সেই বিয়ের মেয়াদ মাত্র মাস খানেক। ২০০৪ সালে ডিভোর্স হয়ে যায় তাদের।
পরিবারের মনোমালিন্যের জন্যই তাদের বিচ্ছেদ হয়। শোনা যায়, সিদ্ধান্ত পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। রচনারও সেভাবে সংসার করে হয়ে ওঠা হয়নি। দুজনের পথ আলাদা হওয়ার পর ওড়িয়া ছবির কাজ ছেড়ে দেন অভিনেত্রী।
২০০৭ সালে প্রবাল বসুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিন্তু সেখানেও মনোমালিন্যের জেরে দূরত্ব তৈরি হয়। তবে ছেলের জন্য তারা একে অপরকে ডিভোর্স দেননি বরং আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

