একাধিক ধারাবাহিকে মা-ছেলের চরিত্রে অভিনয়! বাস্তবে শাশ্বতীর সঙ্গে ভাস্বরের সম্পর্ক কী জানেন?

শাশ্বতী-ভাস্বর

একগুচ্ছ বাংলা সিরিয়ালে মা ছেলের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী শাশ্বতী গুহঠাকুরতা ও ভাস্বর চট্টোপাধ্যায়। কিন্তু অনেকেই হয়ত জানেন না বাস্তব জীবনে তাদের সম্পর্কের সমীকরন টা ঠিক কেমন?

এই প্রসঙ্গে প্রশ্ন করতেই ভাস্বর জানালেন, শাশ্বতী তাঁর পিসির মেয়ে। বাস্তবে তারা ভাই-বোন। ভাস্বর বললেন, “আমরা ভাই-বোন। এটা অনেকেই জানেন না। রানিদি আমার থেকে অনেকটাই বড়। ধারাবাহিকে আমরা মা-ছেলের চরিত্রেই অভিনয় করেছি। সেটা নিয়ে আমরা মজাও করি।”

“দিদি আমার থেকে খোঁজখবরও নেন আমার বাবার। রানিদির মেয়ে আবার আমার থেকে একমাসের বড়। পর্দায় মা-ছেলে হলেও আমাদের দিদি-ভাইয়ের বন্ধুত্বটা কিন্তু খুবই সুন্দর।”

‘নানারঙের দিনগুলি’, ‘মোহনা’, ‘আস্থা’-সহ একগুচ্ছ ধারাবাহিকে মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন তারা। আর অভিনয়ের সূত্রে তাদের যোগাযোগ অনেক নিবিড় হয়েছে।