টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সারেগামাপার প্রতিযোগী অঙ্কিতা ভট্টাচার্য। এই রিয়েলিটি শোয়ের বিজয়ের শিরোপা মাথায় ওঠার পরই পেয়েছেন খ্যাতি, সেইসাথে মিলেছে সাফল্যও। যার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মঞ্চে নানা ধরণের গান গেয়ে নজর কেড়েছেন মানুষের। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। টলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন অঙ্কিতা।
তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও খুব সাদামাটা ভাবে জীবনযাপন করেন। বিদেশে ঘুরে ঘুরে একাধিক শো করলেও নিজের মাটিকেই আঁকড়ে বাঁচতে ভালোবাসেন তিনি। তবে চেনেন কি অঙ্কিতার জীবনের স্পেশাল মানুষটিকে? হ্যাঁ, গায়িকার জীবনে রয়েছে তার মনের মানুষ। তবে তিনি গানের জগতের সাথে যুক্ত কিনা তা এখনও জানা যায়নি।
অঙ্কিতার সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে মনের মানুষের সাথে কাটানো একাধিক ছবি শেয়ার করেছেন গায়িকা। তবে কে সেই মনের মানুষ? বিশেষ মানুষটির সঙ্গে ছবি শেয়ার করলেও এখনও পর্যন্ত তার সম্পর্কে কিছু জানা যায়নি।
সম্প্রতি মনের মানুষের সাথে স্পেশাল কিছু মুহুর্ত কাটানোর ছবি দিয়ে গায়িকা লেখেন, “গেহেরা হুয়া”। জুটিকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram



