বাস্তবে ঈশানীর জীবনের আসল হিরোকে চেনেন? কার সাথে প্রেম করছেন ঈশানী?

ঈশানী চট্টোপাধ্যায়

জি বাংলার হিট মেগা ‘পরিণীতা’র গল্প দর্শকের ভীষণ প্রিয়। পাশাপাশি দর্শকের নজর কেড়েছে রায়ান ও পারুল জুটি। রায়ান চরিত্রে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিংকে, পারুল চরিত্রে রয়েছেন ঈশানী চট্টোপাধ্যায়। প্রথম মেগাতেই পর্দার হিরোর সঙ্গে ঈশানীর জুটি দর্শকদের বেশ পছন্দের।

তবে ঈশানীর জীবনের আসল হিরো কে জানেন? কার সঙ্গে প্রেম করছেন ঈশানী? সম্প্রতি ঈশানী তার প্রেমিকের সঙ্গে কিছু ছবি শেয়ার করে প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেমিকের সাথে ছবি পোস্ট করে ঈশানী লেখেন, “আমার প্রেমেকাহিনীর হিরোকে জন্মদিনের শুভেচ্ছা। আমার জীবনের সিনেমায়, তুমিই সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার গানের সুর, প্রতিটি ফ্রেমে জাদু। তোমার সঙ্গে, প্রতিটা দিন স্বপ্নের দৃশ্যের মতো মনে হয়। যেখানে হাসি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো প্রতিধ্বনিত হয় এবং প্রেম যে কোনও স্পটলাইটের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে।”

“তুমি আমার প্রিয় সংলাপ, আমার চিরকালীন সহ-অভিনেতা, আমার চিরকালীন সুখের আলো। আজ, আমি তোমাকে উদযাপন করছি, সেই মানুষটা যে আমার সাধারণ পৃথিবীকে একটা কালজয়ী প্রেমকাহিনীতে পরিণত করেছিলে। হাসি, রোম্যান্স এবং একতার আরও অসংখ্য রিল এখানে, আমার চিরকালের লিডিং ম্যান।”

ঈশানী চট্টোপাধ্যায়

ঈশানীর এই ক্যাপশনেই স্পষ্ট, নায়িকার জীবনে তার মনের মানুষটি কতটা গুরুত্বপূর্ণ। পোস্টটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায়। নায়িকার পোস্টে তাঁর পর্দার নায়ক ‘রায়ান’ অর্থাৎ উদয় প্রতাপ সিংও কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই। ভগবান তোমায় আশীর্বাদ করুন।’