দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি! সৌরভ গাঙ্গুলির সম্পত্তির পরিমাণ কত জানেন? জানলে চমকে যাবেন

সৌরভ গঙ্গোপাধ্যায়

গত মঙ্গলবারই বেহালার বাড়িতে ৫৩ বছরের জন্মদিন পালন করলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিশেষ দিন স্পেশাল করে তুলতে পাশে ছিলেন স্ত্রী ডোনা, পরিবারের সদস্য ও অনুরাগীরা।

তবে জানেন কি ২০২৫ সালে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ঠিক কত? ক্রিকেট থেকে অবসর নিলেও, চুটিয়ে কাজ করে চলেছেন মহারাজ। দীর্ঘ সময় ধরে ‘দাদাগিরি’তে সঞ্চালনার কাজ করেছেন তিনি।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও,বিশেষজ্ঞ প্যানেলিস্ট, ক্রিকেট ধারাভাষ্যকার-সহ বিভিন্ন ভূমিকা পালন করে এখনও ভালো অর্থ রোজগার করেন সৌরভ। এছাড়াও ব্র্যান্ড জগতে, বছরের পর বছর ধরে, লাক্স কোজি, টাটা টেটলি, ফরচুন অয়েল এবং মাই ১১ সার্কেল-সহ বেশ কয়েকটি কোম্পানির মুখ তিনি।

কলকাতায় বেশ কয়েকটি বিলাসবহুল আবাসন সহ লন্ডনেও বাড়ি রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জানলে অবাক হবেন, ২০২৫-র হিসেব অনুসারে মহারাজের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৭০০ কোটির কাছাকাছি।

সূত্রঃ https: // bangla. hindustantimes. com /