ফেম গুরুকুল জয়ী গায়িকা রূপরেখা ব্যানার্জি গানের দুনিয়ায় বেশ জনপ্রিয় একটি নাম। শুধু গানের জগতেই নয়, গায়িকার ব্যাক্তিগত জীবন ঘিরেও কিছু সমালোচনা হয়নি। একসময় শোনা গেছিল ফেম গুরুকূলে থাকাকালীন একে-অপরের প্রেমে পড়েন রূপরেখা ও অরিজিৎ সিং। বিয়েও করেন। আর সেই বিয়ে নাকি লুকিয়ে রেখেছিলেন। তারপর ডিভোর্স হয়ে গিয়েছে।
২০২১ সালে একটি ভিডিয়োতে রূপরেখা স্পষ্ট জানান কোনোদিনই অরিজিতের সঙ্গে বিয়ে হয়নি তার। অনেকেই হয় জানেন না ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রূপরেখা। কিন্তু কাকে বিয়ে করেছিলেন গায়িকা? রূপরেখা স্বামী কে চেনেন না অনেকেই?
কলকাতার ছেলে নলিনাক্ষ ভট্টাচার্যকে বিয়ে করেছেন গায়িকা রূপরেখা। যদিও নলিনাক্ষর ব্যাপারে আর সেরকম তথ্য মেলে না। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, যার নাম শিরিন ভট্টাচার্য। এই মুহুর্তে স্বামী ও এক মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন গায়িকা।


