তারকাদের সন্তানদের পড়াশুনো মানেই মানেই মোটা মাইনে। প্রত্যেক বাবা-মায়েরা চান তাদের সন্তানদের ভালো স্কুলে পড়াশুনো করাতে। আবার অনেকের নজর থাকে সেলিব্রেটিদের সন্তানদের উপর। তাদের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে জানতে আগ্রহী থাকেন অনেকেই।
যেমন কিছুদিন আগে রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের পোস্ট থেকে জানা যায় তার ছেলে আদিদেব পড়াশুনো করেন ক্লাস ২-তে। আদি আর তার প্রিয় শিক্ষকের ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ‘আদিদেবের প্রিয় শিক্ষিকার সঙ্গে ওর শেষ ছবি- ও এখন গেল ক্লাস ২-তে। আমরা আপনাকে মিস করব সাইমন স্যার। আদি এদিন খুব কেঁদেছে, যেহেতু ও আর সাইমন স্যারের ক্লাস করতে পরবে না।’
তবে জানেন কি সুদীপার একমাত্র ছেলে আদিদেব কোন স্কুলে পড়াশুনো করেন। খরচ বা কেমন? আদিদেব চট্টোপাধ্যায় পড়াশুনো করছেন বেহালার সেন্ট জেমস স্কুলে। কলকাতার ১৫০ বছরের পুরনো, তিলোত্তমার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে অন্যতম হল সেন্ট জেমস স্কুলটি। স্কুলটি আইসিএসসি বোর্ডের অধীনে। নার্সারি থেকে ক্লাস টুয়েলভথ অবধি পড়াশুনো হয় তবে এটি শুধুমাত্র বয়েজ স্কুল অর্থাৎ শুধুমাত্র ছেলেদের জন্য।
schoolsuniverse.com ওয়েবসাইট অনুসারে, সেন্ট জেমস স্কুলে প্রথমবার ভর্তিরখরচ ২ লাখের কাছাকাছি। আর নার্সারিতে মাসের মাইনে প্রায় ৬০০০। পরবর্তীতে মাসের মাইনে বেড়ে ১০ হাজার পর্যন্ত পৌঁছায়।
সুত্রঃ bangla . hindustantimes . com