
বেশকিছুদিন আগেই নিজের স্বপ্নপূরণের কথা জানিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। নতুন জমি কিনেছেন অভিনেতা। দুই ভাই মা-বাবাকে নিয়ে এক ছাদের তলায় থাকতে চান সায়ক। শেষমেশ অবশ্য জমি কিনে, বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তা কোথায় জমি কিনেছেন সায়ক? কত টাকা খরচ করেই বা কিনলেন জমি? অনুরাগীদের সাথে সবটা শেয়ার করলেন সায়ক নিজেই। জমি কেনার খরচও সায়ক ভাগ করে নিলেন এক সংবাদমাধ্যমের কাছে।
জানা গেল, বাইপাসের ধারে, পিয়ারলেস হাসপাতালের পাশে তিনি জমি কিনেছেন। সদ্য মায়ের নামে রেজিস্ট্রি করেছেন। তবে বাড়ির প্ল্যান আসতে লাগবে আরও মাস তিনেক। তারপরই বাড়ির তৈরির কাজে হাত দেবেন সায়ক।
সায়ক জানালেন জমি কিনতে খরচ পড়েছে ৭৫ লাখ টাকা। তবে যেহেতু এটি কোঅপারেটিভের জমি, তাই ৯৯৯ বছরের লিজে নিয়েছেন।