বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুবনী গোস্বামী। সন্তান জন্ম নেওয়ার পরে তিনি নিজের ফেসবুক চ্যানেলের ব্লগ শুরু করেন আর অল্প সময়ের মধ্যেই রাজা মধুবনী সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্লগ সমান তালে সামলাচ্ছেন এই তারকা দম্পতি। শুধু ব্লগিং নয়, মধুবনীর নিজস্ব পার্লার রয়েছে। সম্প্রতি তিনি ব্যাগের ব্যবসা খুলেছেন। আর তারপরেই ভীষণ ট্রোল হচ্ছেন। তিনি নাকি কমদামি ব্যাগ কিনে চড়া দামে বিক্রি করছেন।
ট্রোলাদের মোক্ষম জবাবও দিয়ে থাকেন অভিনেত্রী। সম্প্রতি রাজা-মধুবনী জানান, তাদের যত ট্রোল করা হবে, ততই তাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীলাভ হবে। আর তারপরেই নিজেদের আয় সামনে আনেন তারা।
জানেন রাজা-মধুবনী একটা ভিডিয়ো থেকে কত টাকা উপার্জন করেন? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে তারা বলেন, ‘তারকাদের খুব নরম মাটি পেয়ে গিয়েছে সবাই। যে যা পারবে এসে বলে যাবে। কিন্তু এ বার আর তা হবে না। আমি আর রাজা ঠিক করেছি, আমাদের নিয়ে কুমন্তব্য করলে তাঁকে পাল্টা দেব। তবে শালীনতা বজায় রেখে। একতরফা বাজে কথা শোনার দিন শেষ। যাঁরা বাজে কথা বলবেন, এ বার তাঁদের ধুয়ে দেব।
রাজা জানিয়েছেন, “তাঁদের ট্রোল করলেই ফেসবুকে বাড়ছে ‘ভিউ’। একটি ‘রিল’ থেকেই তাঁরা উপার্জন করেছেন প্রায় ৩৮ হাজার টাকা। রাজা-মধুবনীর মতে, তাঁরা বরাবরই ছকভাঙা। সেই কারণে এত সমালোচনা। “