জোজোর ছেলে আদির স্কুলে পড়াশোনার খরচ কত জানেন? জানলে অবাক হবেন

আদি

২০১৯ সালে এক পুত্র সন্তানকে দত্তক নিয়েছিলেন গায়িকা জোজো। ছেলের নাম অদীপ্ত। সকলে তাকে আদি নামেই চেনেন। কিছুদিন আগে ছেলের ৫ বছরের জন্মদিন উদযাপন করেন জোজো।

জোজোর একটি মেয়েও রয়েছে। সে এখন চাকুরীজীবী। মেয়ে শাশুড়ির কাছেই থাকে। মেয়ে বড় হওয়ার সাক্ষী থাকতে পারেনি জোজো। তাই হয়তো ৫০ বছর বয়সেও একটি পুত্র সন্তান দত্তক নেন জোজো।

কর্মজীবনের পাশাপাশি ছেলের দেখভাল, পড়াশুনোর দায়িত্ব নিজেই সামলান জোজো।  কলকাতার টিউলিপিয়ান্স প্রাইভেট স্কুলে পড়াশুনো করে আদি। এই স্কুলে প্রাইভেট থেকে ক্লাস এইট অবধি রয়েছে। তবে জানেন কি এই স্কুলের খরচ কত?

schoolsuniverse.com-এ দেওয়া তথ্য অনুসারে মাসিক ফি প্রায় ৫ হাজারের কাছাকাছি। আর ভর্তি হতে আপনাকে গুনতে হতে পারে ৬০ হাজার টাকা।