পর্দায় আর্য হলেও বাস্তবে অপর্ণার মনের মানুষ অন্য কেউ! চেনেন দিতিপ্রিয়ার প্রেমিককে?

দিতিপ্রিয়া রায়

বর্তমানে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপর্ণা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। পর্দায় আর্য আর অপর্ণার জুটি দর্শকের ভীষণ পছন্দের। কিছুদিন আগে তাদের মধ্যে হওয়া সব ঝামেলা তারা মিটিয়ে নিয়েছে।

পর্দায় অপু যেমন তার আর্য স্যারের প্রেমে পাগল, ঠিক তেমনি বাস্তবে রয়েছে দিতিপ্রিয়ার মনের মানুষ। গত বছর এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন তিনি প্রেম করছেন আর তাকেই বিয়ে করবেন। হোলির দিন প্রেমিকের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন। চেনেন দিতিপ্রিয়ার প্রেমিককে?

দিতিপ্রিয়া রায়

এক ফুটবলারের সঙ্গে প্রেম করছেন দিতিপ্রিয়া। যিনি চেন্নাইন এফসিতে খেলেন। বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গেই প্রেম করছেন ছোটপর্দার অপর্ণা। শিলিগুড়ির ছেলে শমীক, বয়স ২৩। ডাক নাম রিভু। ২০২৭ সাল পর্যন্ত এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।