সম্প্রতি ফের চর্চায় রাহুল বন্দ্যোপাধ্যায় এবং স্ত্রী প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন। ছেলের জন্য আবার ডিভোর্স ভুলে এক হয়েছেন তারা। একসাথে পেতেছেন সংসার। কিন্তু আচমকাই ছেলে সহজের জন্মদিনে ছবি নিয়ে বিতর্ক।
সহজের জন্মদিনে একসাথে ছবিতে দেখা যায়নি রাহুল-প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা আর রাহুল আলাদা আলাদা ছবি তোলেন ছেলের সাথে যা নিয়ে আবারও দাম্পত্য নিয়ের প্রশ্নের মুখোমুখি অভিনেতা।
নিন্দুকদের সেই প্রশ্ন নিয়ে এবার আনন্দবাজার অনলাইনের কাছে ক্ষোভ উগড়ে দিলেন রাহুল। প্রশ্নের উত্তরে রাহুল জানান, “আমরা যে এক সেটা বোঝাতে কি এ বার একসঙ্গে ছবি তুলে প্রমাণ দিতে হবে? কেন দেব? কিসের দায় আমার?”
রাহুল জানান, সহজ আর প্রিয়াঙ্কার সব ছবি, জন্মদিনের উদ্যাপনের ছবি— সব তিনি তুলে দিয়েছেন। তাই ক্যামেরার সামনে আসার সময় পাননি।

