“আমাকে কি ফ্লোর ছেড়ে বেরিয়ে আসতে হবে…”, কেন বললেন ছোটপর্দার ‘আর্য’ ওরফে জিতু কমল

 জিতু কমল

অসুস্থতা কাটিয়ে সদ্যই শুটিং ফ্লোরে ফিরেছেন জিতু কমল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিনেতার শারীরিক অবস্থা এখনও পুরোপুরি ঠিক নেই। সম্প্রতি নিজের ইউটিউব পডকাস্টে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জিতু কমল।

ইউটিউব চ্যানেলে জিতু জানান, ‘হ্য়াঁ, আমার শরীর খারাপ ছিল। আমি ক্ষণিকের জন্য ব্ল্য়াক আউট হয়ে গিয়েছিলাম। আমার শ্বাসনালীতে ইনফেকশন আছে। আমার ফুসফুসে সমস্যা ধরা পড়েছে।’

ফুসফুসে সংক্রমণ থাকায় জিতুকে ধোঁয়া এবং ধুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে অভিনয় পেশায় যুক্ত হওয়ায় তা একেবারেই সম্ভব নয়। এই প্রসঙ্গে জিতু বললেন, ‘আমি ডাক্তারকে প্রশ্ন করলাম, আমাকে কি ফ্লোর ছেড়ে বেরিয়ে আসতে হবে আজীবনের জন্য়’।

তবে ডাক্তার তাকে আশ্বস্ত করে বলেন, ফ্লোর জিতুর কাছে মন্দিরের মতো, সেটা তিনি পারবেন না। তবে খুব সাবধানে কাজ চালিয়ে যেতে হবে। এতকিছুর পরেও নিজের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত নন জিতু।

তিনি বলেন, ‘তাতে কী এল গেল? আমার নিজের শুভাকাঙ্খী চিনতে অসুবিধা হয়নি। কিন্তু কারা অধিক ফোন করে নিজেদের গুরুত্ব জাহির করার চেষ্টা করছেন, শুধু আমার কাছে নয়। সমাজের কাছে, বা অন্য কারুর কাছে। সেটা বোঝবার মতো বুদ্ধি এবং জ্ঞান আমার হয়েছে।’

জিতু জানান, যে সব মানুষরা ভালো-খারাপ সময় তাঁর পাশে থাকেননি, তাঁরা হঠাৎ করে তাঁর খবর নেওয়ায় বিরক্ত তিনি। জিতু বলেন, ‘আমি খুব বিকক্ত হলাম। অনেকের কথায় আমি বিরাট বড় বড় স্টেপ নিয়েছি, তাঁরা আমার খোঁজ নেননি। তাতে কি আমি কষ্ট পেয়েছি? না। মানুষ অনেক সময় কিছুই করে না, তবে অন্যের জীবনে গ্রহণযোগ্যতা হারায়।’

Previous articleপ্রথমবার বাংলা সিরিয়ালে জুটি বাধতে চলেছেন রণজয়-দীপান্বিতা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।